অ্যাকসেসিবিলিটি লিংক

গিনি বিসাও হুনতা দেশে নতুন সাংবিধানিক ব্যবস্থার জন্য কাজ করতে চায়


গিনি বিসাও এর সামরিক হুনতা বলেছে তারা দেশের জন্য নতুন সাংবিধানিক ব্যবস্থার জন্য কাজ করতে চায়।

ওদিকে আফ্রিকী ইউনিয়ন গিনি বিসাও এর সদস্যত্ব স্থগিত করেছে। গিনি বিসাও এ গত সপ্তাহে সামরিক অভ্যুথ্থান হয়।

আফ্রিকী ইউনিয়ন শান্তি ও নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বলেছে যে গিনি বিসাও এর সদস্যত্ব স্থগিত থাকবে যতক্ষন না পশ্চিম আফ্রিকার ওই দেশে সাংবিধানিক শাসন ফিরে আসে।

অভ্যুথ্থানের নেতারা যে অন্তর্বর্তী জাতীয় পরিষদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো, আফ্রিকী ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান জ্যা পিং তা প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন অভ্যুথ্থানের নেতারা সংবিধান লঙ্ঘন করছে।

XS
SM
MD
LG