অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে আস্থা সফরে বাইডেন


চীনে আস্থা সফরে বাইডেন
চীনে আস্থা সফরে বাইডেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ৬ দিনের এশিয়া সফরে চীন পৌচেছেন। তার এই এশিয়া সফরে আরও অন্তর্ভুক্ত মঙ্গোলিয়া ও জাপান। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার এই সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তখন তাদের আলোচ্যসূচির শীর্ষে থাকবে আমেরিকার অর্থনীতি।

সান জি হচ্ছেন শিংহুয়া বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র - চীন সম্পর্ক বিষয়ক কেন্দ্রের পরিচালক। তিনি বলেন সম্প্রতি এই ইস্যুটি বেশি গুরুত্ব পাচ্ছে।সান বলেন গত দু মাসে যে ঘটনা ঘটেছে তাতে চীন উদ্বিগ্ন। তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই আশ্বাস চায় যে আমেরিকায় চীনের যে বিনিয়োগ রয়েছে তা নিরাপদ।

চীন ১ লক্ষ কোটি ডলারের বেশি যুক্তরাষ্ট্রের ঋণের ধারক। চীনই হচ্ছে ওয়াশিংটনের সব চাইতে বৃহত্ বিদেশী ঋণ ধারক।

বেজিং এ যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত Gary Locke এ সপ্তাহের গোড়ার দিকে বলেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সমস্যা সত্বেও বিনিয়োগকারীরা আমেরিকান অর্থ বিভাগের সিকিউরিটিস কিনছেন। তিনি বলেন এতে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা নিরাপদ। এবং চ্যলেঞ্জ সত্বেও অর্থনীতি বলিষ্ঠ।

XS
SM
MD
LG