অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার জনগন বিপ্লবের প্রথম বার্ষিকী উদযাপন করছে


লিবিয়ার জনগন বিপ্লবের প্রথম বার্ষিকী উদযাপন করছে
লিবিয়ার জনগন বিপ্লবের প্রথম বার্ষিকী উদযাপন করছে

লিবিয়ার জনগন তাদের বিপ্লবের প্রথম বার্ষিকী উদযাপন করছে। ওই বিপ্লবের ফলে সাবেক একনায়ক মুয়াম্মর গাদ্দাফির ৪২ বছরের শাসনের অবসান ঘটে।

শুক্রবার শত শত মানুষ পতাকা হাতে পুর্বাঞ্চলের বেনগাজি শহরে প্রধান চত্বরে সমবেত হয়। সেখানেই বিরোধী আন্দোলনের সূচনা। বেনগাজিতে নিরাপত্তা কর্মকর্তারা উচ্চ সতর্ক অবস্থায় আছে। গন্ডোগোল এড়ানোর জন্য বেশ কয়েকটি শহরে প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে।

দেশের সর্বত্র বিভিন্ন শহরে এবং রাজধানী ত্রিপোলীতে উত্সব উদযাপনের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সতস্ফুর্ত উত্সব উদযাপন শুরু হয়।

লিবিয়ার নতুন শাসকরা জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিক উত্সবের আয়োজন করেনি, হাজার হাজার মানুষ যারা সংঘাতে প্রাণ দিয়েছে বা আহত হয়েছে তাদের সম্মানে।

XS
SM
MD
LG