অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব তিমোরে শান্তিপুর্ণ ভাবে প্রেসিডেন্ট নির্বাচন হয়


আজ শনিবার পূর্ব তিমোরের নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছে। ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর এটি ছিল দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন।

শনিবারের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। কোন অস্থিতিশীল পরিস্থিতির খবর শোনা যায়নি। ২০০৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এই পরিস্থিতি একেবারেই ভিন্ন। সে সময় দেশে প্রায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়।

১১জন প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং নোবেল পুরষ্কার বিজয়ী হোসে রামোস হোর্তাকে চ্যালেঞ্জ করছেন। কিন্তু এই নির্বাচনকে মোটামুটি ৩ প্রতিদ্বন্দ্বির মধ্যে প্রতিযোগিতা বলেই মনে করা হচ্ছে। তারা হলেন মি হোর্তা, প্রধান বিরোধী দল ফ্রেটেলিন পার্টির ফ্রানসিসকো গুয়েটেরেস এবং সেনা বাহিনীর সাবেক প্রধান হসে মারিয়া ডি ভাসকনসেলস।

XS
SM
MD
LG