অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো আর্থিক খরচ সত্ত্বেও আফগানিস্তানকে প্রতিশ্রুতি


যুক্তরাষ্ট্র ও নেটো ২০১৪ সালে সেখান থেকে তাদের যোদ্ধৃ সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে। নেটো মহাসচিব এন্ডারস ফোগ রাসমুসেন বুধবার এক লিখিত বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেন যা্রা আফগান সরকাররে পতন চাইছে, তার ভাষায় তারা “আমাদের চলে যাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে পারছে না।” তবে আপনারা দেখতে পাবেন নেটোর পরিবর্তে সেখানে একটি শক্তিশালী আফগান নিরাপত্তা বাহিনী থাকবে।

যুক্তরাষ্ট্র ও নেটোর কর্মকর্তারা ব্রাসেলসে মিলিত হয়েছেন আফগানিস্তান থেকে অবশিষ্ট ১ লক্ষ ৩০ হাজার বিদেশী সেনা প্রত্যাহারের চুড়ান্ত পরিকল্পনা এবং নিরাপত্তা বাহিনীর বেতন কি ভাবে দেওয়া হবে সেটাও তারা আলোচনা করছেন।

XS
SM
MD
LG