অ্যাকসেসিবিলিটি লিংক

বিপোদজনক ক্রুজ জাহাজের সন্ধান তৎপরতা বন্ধ রেখেছে---আশা ক্ষীণ হয়ে আসছে


বিপোদজনক ক্রুজ জাহাজের সন্ধান তৎপরতা বন্ধ রেখেছে---আশা ক্ষীণ হয়ে আসছে
বিপোদজনক ক্রুজ জাহাজের সন্ধান তৎপরতা বন্ধ রেখেছে---আশা ক্ষীণ হয়ে আসছে

বুধবার জলেআটকে পরা প্রমোদ তরী কোস্টা কংকোর্ডিয়া কিছুটা কাত হয়ে যাওয়ার কারনে উদ্ধার কর্মীরা সন্ধান তৎপরতা বন্ধ রেখেছে।

শুক্রবার কোস্টা কংকোর্ডিয়া জাহাজটি একটি পাথরের সংগে ধাক্কা লেগে ইটালীর দক্ষিন উপকুলে জলে নিমোজ্জিত হয়। ওই ঘটনায় ১১জন প্রাণ হারিয়েছে এবং ২০ জন এখনো নিখোঁজ রয়েছে।

ঐ দূর্ঘটনার জন্য জাহাজের মালিক ক্যাপ্টেনকেই দায়ী করছেন।

মংগলবার জাহাজের ক্যাপ্টেন এবং কোষ্টগার্ড ক্যাপ্টেনের মধ্যে কথাবার্তা সম্বলিত একটি রেকর্ডকৃত একটি ওডিও টেপ প্রকাশ করেছে সেখনে ক্যাপ্টেন ষ্পষ্টতই জাহাজে ফিরে যাওয়ার নির্দেশ অগ্রাহ্য করেছেন।

ইতালীর প্রধান একটি সংবাদপত্রে মংগলবার সংলাপের একটি অনুলিপি প্রকাশিত হয় সেখানে কোষ্টগার্ড বা উপকূল নিরাপত্তা কর্মীদের ক্যাপ্টেন গ্রেগরী ডি ফেল্কো জাহাজের ক্যাপ্টেন ফ্রেঞ্চিসকা সাত্তিনো জাহাজে ফিরে গিয়েছেন বলে দাবি করছেন। ক্যাপ্টেন জাহাজের গায়ে লাগানো মই বেয়ে জাহাজে উঠে গিয়েছেন এবং সেখানে কতজন যাত্রী আছে তা জানিয়েছেন। সাত্তিন জানান যে তিনি লাইফ বোট থেকে উদ্ধার তৎপরতা দেখাশুনা করছিলেন। তবে ডি ফ্যাল্কো সতর্ক করেছে যে সাত্তিনোকে তাঁর কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে।

XS
SM
MD
LG