অ্যাকসেসিবিলিটি লিংক

ফুকুশিমা স্থাপনায় পারমাণবিক সঙ্কট মারাত্মক আকার নিয়েছে - জাপানের প্রধানমন্ত্রী


ফুকুশিমা স্থাপনায় পারমাণবিক সঙ্কট মারাত্মক আকার নিয়েছে - জাপানের প্রধানমন্ত্রী
ফুকুশিমা স্থাপনায় পারমাণবিক সঙ্কট মারাত্মক আকার নিয়েছে - জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলছেন, ক্ষতিগ্রস্ত ফুকুশিমা স্থাপনায় পারমাণবিক সঙ্কট এখন মারাত্মক আকার ধারণ করেছে । তিনি বলেন যে সেখানকার পুলিশ, দমকল বিভাগ এবং সামরিক বাহিনীর লোকেরা নিজেদের জীবন বিপন্ন করে ফুকুশিমা স্থাপনার ক্ষতিগ্রস্ত চুল্লি ভবনটিকে পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে ভেতরের জ্বালানি রডগুলি অত্যন্ত গরম হয়ে পরিবেশে আরও বিকিরণ ঘটাতে না পারে। শ্রমিকরা পারমাণবিক চুল্লির শীতলায়নের ব্যবস্থা আবার চালু করতে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনেরও চেষ্টা চালাচ্ছে।

ওদিকে রাজধানী টোকিও-র পরিস্থিতি এবং জনজীবনে পরিবর্তন দেখা যাচ্ছে। সে সম্পর্কে সেখানে বসবাসরত বাংলাদেশী গবেষক সালিম জাবিরের সাথে একটু আগে কথা বলেন আহসানুল হক। বিস্তারিত শুনুন।

XS
SM
MD
LG