অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নেটো অভিযানের বিরুদ্ধে সহিংস প্রতিবাদের সময়ে অন্তত ১২ জন নিহত হয়েছে


আফগানিস্তানে নেটো অভিযানের বিরুদ্ধে সহিংস প্রতিবাদের সময়ে অন্তত ১২ জন নিহত হয়েছে
আফগানিস্তানে নেটো অভিযানের বিরুদ্ধে সহিংস প্রতিবাদের সময়ে অন্তত ১২ জন নিহত হয়েছে

আফগান কর্তৃপক্ষ বলছেন যে আফগানিস্তানের উত্তরাঞ্চলে, নেটো অভিযানের বিরুদ্ধে সহিংস প্রতিবাদের সময়ে অন্তত ১২ জন নিহত হয়েছে।

এর পর পরই দু হাজারের ও বেশি লোক তাশকার প্রদেশের রাজধানী তে সমবেত হয়ে যুক্তরাষ্ট্র এবং আফগান সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়।

তারা নেটো অভিযানে নিহত একজনের মরদেহ নিয়ে মিছিল করে। কর্মকর্তারা বলছেন যে এই ঘটনায় ৮০ জন নিহত হয়।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন যে নেটোর ঐ আক্রমণে চার জন অসামরিক লোক নিহত হয় তবে জোট জোর দিয়েই বলছে যে তারা সকলই ছিল বিদ্রোহী।

নেটো বলেছে যে আফগান ও জোট বাহিনীর একটি যৌথ অভিযানে চারজন সশস্ত্র বিদ্রোহী , যারা নেটো সদস্যদের হুমকি দিয়েছিল তাদের হত্যা করা হয়। তারা বলছে যে এই অভিযানের লক্ষ্য ছিল ইসলামি মুভমেন্ট অফ উজবেকিস্তানের একজন সদস্য যে কী না অস্ত্র শস্ত্র এবং বিস্ফোরক নিয়ে ঐ প্রদেশে ঘোরাফেরা করে।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জোট বাহিনীর এই রাত্রিকালীন অভিযানের সমালোচনা করে বলেন যে ঐ আক্রমণে একই পরিবারের চারজন সদস্য নিহহত হয়েছে। তিনি বলেন যে এই তৎপরতার সময়ে আফগান বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করা হয়নি তবে নেটো বলছে যে এটি ছিল যৌথ অভিযান।

XS
SM
MD
LG