অ্যাকসেসিবিলিটি লিংক

ফেসবুকের শেয়ারের লেন-দেনের সূচনাতেইর মূল্য বাড়ল


http://youtu.be/2fJEmiC7bdk

বিশ্বের সবচাইতে বড় সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেসবুক দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার প্রথম ৩৮ ডলারে শেয়ার বেচা-কেনার সূচনা করার পরপরই এর মূল্য ৪০ ডলারের উপরে পৌঁছেছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকেরবার্গ নিউ ইয়র্কে নাসডাক পুঁজি বাজারে শেয়ার বেচা কেনা শুরু করার সংকেত দেওয়ার পর ফেসবুকের সদর দপ্তরে আনন্দ ধ্বনি বেজে ওঠে।

বিশ্বব্যাপী এই জনপ্রীয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে ৯০ কোটি। ফেসবুকের ১ হাজার ৬০০ কোটি ডলারে শেয়ার বিক্রি হয়েছে। এমেরিকার ইতিহাসে এর আগে আর্থিক সংস্থা ভিসা এবং জেনারেল মোটর্স কোম্পানী প্রাথমিক শেয়ার ছেড়ে বাজার থেকে ব্যাপক পুঁজি সংগ্রহ করতে পেরেছে।

ফেসবুক কোম্পানির মূল্য শেয়ার বাজারে ১০ হাজার চারশ’ কোটি ডলারে পৌঁছুবে বলে আশা করা হচ্ছে।

জুকেরবার্গ এই সপ্তাহে ২৮ বছরে পা দিলেন তিনি মাত্র আট বছর আগে হর্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রাবাসে বসেই এই ফেসবুক তৈরী করেন।

XS
SM
MD
LG