অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ান নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ান নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ান নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান নেতৃবৃন্দ যারা পুর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেন তাদের সঙ্গে আলোচনা করেন।

মি ওবামা প্রথমেই দ্বিপাক্ষিক আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিং এর সঙ্গে। মি ওবামা বলেন উভয় দেশই মনে করে পুর্ব এশিয়া শীর্ষ সম্মেলন, বিভিন্ন বিষয়ে এক যোগে কাজ করার গুরুত্বপূর্ণ স্থান। সামুদ্রিক ও নৌবাহিনীর নিরাপত্তা থেকে শুরু করে পারমানবিক সম্প্রসারন রোধ, মানবিক সাহায্য ও বিপর্যয় ত্রাণ সরবরাহে সহযোগিতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কাজ করা যায়।

আমেরিকান প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইয়াদহোইয়োনোর সঙ্গেও সাক্ষাত্ করেন। মি ওবামা বলেন দুই নেতা সহোযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন। এর মধ্যে অন্তর্ভুক্ত ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর আধুনিকীকরণে সহায়তা ও প্রশিক্ষন দেওয়া।

XS
SM
MD
LG