অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়লি সৈনিক গিলাদ শালিত মুক্তি পেয়েছেন


ইসরায়লি সৈনিক গিলাদ শালিত মুক্তি পেয়েছেন
ইসরায়লি সৈনিক গিলাদ শালিত মুক্তি পেয়েছেন

আজ মঙ্গলবার ইসরায়লি সেনা বাহিনীর সৈনিক গিলাদ শালিত মুক্তি পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসার ইমতিয়াজ আহমেদ বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে এ সম্পর্কে তার বক্তব্য রাখেন।

গিলাদ শালিতের মুক্তির বিনিময় ইসরায়েল কে বিপুল সংখ্যক ফিলিস্তিনী বন্দীকে মুক্তি দিতে হয়েছে। এ বিষয়ে প্রফেসার ইমতিয়াজ আহমেদ বলেন আরব বিশ্বে সম্প্রতি যে পরিবর্তন ঘটেছে অর্থাত্ গনতন্ত্রের হাওয়া বইছে, তার ইতিবাচক প্রভাব হয়ত একটি কারণ, ইসরায়েল দীর্ঘদিন ধরে শালিতের মুক্তি চেয়েছে, আর তাছাড়া ওবামা প্রশাসনের চাপও ছিল।

এই প্রথম হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় হলো মিশরের মধ্যস্থতায়, এই প্রথম এই দুই পক্ষের মধ্যে কোন রকম রফা হলো। এটা কি হামাসের সাফল্য বলা যেতে পারে সেই প্রশ্নে প্রফেসার ইমতিয়াজ আহমেদ বলেন হামাস সবসময়ই বলে এসেছে তাদের প্রতি রয়েছে জনগনের সমর্থন এবং হামাস যে একটা ফ্যাক্টার সেটা এখন ইসরায়েল বুঝতে পারছে।

তার সাক্ষাত্কার নেন শাগুফতা নাসরিন কুইন।

XS
SM
MD
LG