অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থনীতিবিদ ড: এহেসান রহমান বাজেটে ভারসাম্য আনার বিষয়ে বক্তব্য রাখলেন


অর্থনীতিবিদ ড: এহেসান রহমান বাজেটে ভারসাম্য আনার বিষয়ে বক্তব্য রাখলেন
অর্থনীতিবিদ ড: এহেসান রহমান বাজেটে ভারসাম্য আনার বিষয়ে বক্তব্য রাখলেন

অর্থনীতিবিদ ড: এহেসান রহমান বাজেটে ভারসাম্য আনার বিষয়ে বক্তব্য রাখলেন
অর্থনীতিবিদ ড: এহেসান রহমান বাজেটে ভারসাম্য আনার বিষয়ে বক্তব্য রাখলেন
শুক্রবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ, বাজেটে ভারসাম্য আনার প্রস্তাব প্রত্যাখ্যন করেছে। রিপাবলিকানরা এটা পাশ করাতে চেয়েছিলেন কিন্তু তা হয়নি। ড: এহেসান রহমান একজন অর্থনীতিবিদ। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি ব্যালেন্স বাজেটের বিষয়টি নিয়ে কথা বলেন।

ওদিকে কংগ্রেসের দ্বিদলীয় সুপার কমিটিকে বুধবার মাঝরাতের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে হবে অর্থাত্ কোন কোন খাতে বাজেট ছাটাই করা যায় তা নির্ধারন করতে হবে। তারা যদি তা না করেন তাহলে প্রতিরক্ষা খাতে এবং অভ্যন্তরিন কার্যক্রমে স্বাভাবিক ভাবেই বাজেট হ্রাস হবে। ড: এহেসান রহমান এ সম্পর্কেও মন্তব্য করেন। তিনি মনে করেন তাদের মধ্যে আপোষ মীমাংশা হবে কারণ তা না হলে অর্থনীতির ক্ষতি হবে।

বহু অর্থনীতিবিদ বলছেন অতিরিক্ত বাজেট ছাটাই করলে যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনীতির আরও ক্ষতি হবে। ড: এহেসান রহমান বলেন তিনি তাদের সঙ্গে একমত।

XS
SM
MD
LG