অ্যাকসেসিবিলিটি লিংক

বেসামরিক আদালতে গুয়ানতানামো বে কারাগারের প্রথম বন্দীর বিচারের রায় ঘোষণা


বেসামরিক আদালতে গুয়ানতানামো বে কারাগারের প্রথম বন্দীর বিচারের রায় ঘোষণা
বেসামরিক আদালতে গুয়ানতানামো বে কারাগারের প্রথম বন্দীর বিচারের রায় ঘোষণা

গুয়ানতানামো বে কারাগারের বন্দী তানজানিয়ার নাগরিক আহমেদ ঘাইলানির বিচার হলো নিউইয়র্কে একটি বেসামরিক আদালতে । তার বিরুদ্ধে দুশো আশিটি অভিযোগের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো খারিজ হয়ে যায়। সামরিক আদালতে বিচার অসামরিক আদালতের বিচার থেকে কতখানি ভিন্ন, আসামীর জন্য তা আত্মপক্ষ সমর্থনে কতখানি সহায়ক বলে মনে করা হয়, এ ক্ষেত্রে সুষ্ঠু বিচার পাওয়া যায় কিনা – এটাই আমাদের আলোচনার বিষয় বস্তু । আলোচনায় আমাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশী-কানাডিয়ান আইনজীবী কে এম হক কায়সার ।

মিঃ হক বলেন, সামরিক আদালতের যারা বিচারক তারা নন-লিগাল বা নন জুডিসিয়ারী পিপল । আর বেসামরিক আদালতের বিচারকেরা সাধারণতঃ সবাই জুডিসিয়াল অফিসিয়াল এবং আইনসম্মতভাবে তারা বিচার করে থাকেন । সামরিক আদালতে কখনও কখনও জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয় । সামরিক আদালতে পেশ করা তথ্য প্রমাণের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন থাকে । আসামী আত্মপক্ষ সমর্থনের সুযোগ তেমন পায় না । বেসামরিক আদালতে আসামীর আইনসম্মত বিচারের সুযোগ থাকে, মৌলিক অধিকার রক্ষার সুযোগ থাকে ।

XS
SM
MD
LG