অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব এইডস দিবসে জাতিসংঘ বিভিন্ন কার্যক্রমের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন


বিশ্ব এইডস দিবসে জাতিসংঘ বিভিন্ন কার্যক্রমের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন
বিশ্ব এইডস দিবসে জাতিসংঘ বিভিন্ন কার্যক্রমের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন

জাতিসংঘ মহাসচীব বান কি মুন বলেছেন, অবশেষে বিশ্ব এখন এইডস রোগ নির্মূল করতে পারবে । তবে তিনি বলেন, ভবিষ্যতে এই মহামারী প্রতিরোধে অগ্রগতির জন্য অর্থ যোগানো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।

বৃহষ্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে মহাসচীব বান কি মুন আন্তর্জাতিক দাতাসমুহের প্রতি প্রতিবছর বিশ্বব্যাপী এইডস কর্মসুচীতে যে আনুমানিক ২ হাজার ৪শো কোটি ডলারের প্রয়োজন, তা পূরণের আহ্বান জানান ।

অনেক পর্যবেক্ষক উদ্বিগ্ন যে, ইওরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র সরকার যে অর্থ বরাদ্দ ছাঁটাই করছে, তার ফলে বিশ্ব্ব্যাপী এইডস কর্মসুচী গুরুতর বাজেট ঘাটতির সম্মুখীন হবে ।

বুধবার প্রকাশিত জাতিসংঘ রিপোর্টে বলা হয়, এইচ আই ভি ভাইরাস প্রতিরোধ কর্মসুচীর জন্য দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থ সহায়তা ২০০৯ সালের ১ হাজার ৫শো কোটি ৯০ লক্ষ ডলারের তুলনায় ২০১০ সালে ১ হাজার ৫শো কোটি ডলারে দাঁড়িয়েছে ।

রিপোর্টে বলা হয়, গত এক দশকে বিশ্বব্যাপী এইচ আই ভি সংক্রমণের সংখ্যা ১৫ শতাংশ কমে গেছে ।

XS
SM
MD
LG