অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে ‘অবৈধ’ সামরিক সম্পর্ক অবসানের আহ্বান জানিয়েছেন ক্লিন্টান


A woman sits in a canoe with her child as the government begins the demolition of homes in Legas.
A woman sits in a canoe with her child as the government begins the demolition of homes in Legas.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান বর্মার প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে ‘অবৈধ’ সামরিক সম্পর্ক অবসানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র কোন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে অনেক কাজ সম্পন্ন করতে হবে।

বর্মায় এক মাইলফলক সফরের সময় বৃহস্পতিবার ক্লিন্টান বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হলে বর্মার সরকারকে পারমানবিক অস্ত্র প্রসার রোধ বিষয়ে আন্তর্জাতিক মতৈক্যের প্রতি মর্যাদা দিতে হবে। আরও রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার এবং জাতিগোষ্ঠিগত সহিংসতা অবসানের আহ্বানও জানান তিনি বর্মার প্রতি।

তিনি বর্মী প্রেসিডেন্ট থিন সেইনের সঙ্গে সাক্ষাত্ করেন এবং বলেন যে বর্মা তাদের সংস্কার অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করবে।

মি থিন সেইন বলেন দু দেশের মধ্যে সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনারই প্রতীক ক্লিন্টানের ঐতিহাসিক সফর।

XS
SM
MD
LG