অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের মানবাধিকার প্রধান, হুলায় হত্যাযজ্ঞের তদন্তের দাবী জানিয়েছেন


সিরিয়ার হুলা শহরে যে বিপুল সংখ্যক অসামরিক মানুষকে বর্বর ভাবে হত্যা করা হয়েছে, তার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান নাভি পিল্লাই। ওদিকে সক্রিয় কর্মীরা বলছেন আরো অন্তত ১২ জন অসামরিক মানুষকে হত্যা করা হয়েছে।

নাভি পিল্লাই শুক্রবার জেনিভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক জরুরি অধিবেশনে ২৫ মে’র গণহত্যা সম্পর্কে একটি বিবৃতি পেশ করেন। তিনি বলেন, যেখানে ১০৮ জনকে হত্যা করা হয় এবং এর প্রায় আদ্ধেকই ছিল শিশু।

তিনি সিরিয়া সরকারকে ঐ হত্যাকান্ডের তদন্তের জন্য যা যা প্রয়োজন তা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন ঐ গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে বিবেচিত হতে পারে।

হুলার গণহত্যা ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। নেতৃস্থানীয় কূটনীতিকরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ কে ক্ষমতা থেকে অপসরণের জন্য আন্তর্জাতিক কোয়ানিশনকে আহ্বান জানিয়াছে।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট, সিরিয়ায় শক্তি প্রয়োগের বিষয়টি আবারো নাকোচ করেছেন।

XS
SM
MD
LG