অ্যাকসেসিবিলিটি লিংক

‘পরিবেশ যে পরিবর্তন হচ্ছে তার বড় শিকার আমরা’ – বললেন প্রফেসার শামশের আলী


‘পরিবেশ যে পরিবর্তন হচ্ছে তার বড় শিকার আমরা’ – বললেন প্রফেসার শামশের আলী

প্রতি বছর এপ্রিল মাসের একটি দিন সারা বিশ্বে ধরিত্রী দিবস পালন করা হয়। তবে বর্তমানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে অযত্ন, আবহাওয়া পরিবর্তন এ সবের কারণে পৃথিবীর অনেক ক্ষতি হচ্ছে। যার বিরাট প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর।

আমাদের সঙ্গে এক সাক্ষাতকারে - এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ একাডেমী অফ সায়েন্সএর প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা - উপচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রফেসার শামশের আলী তার বক্তব্য তুলে ধরেন।

তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রোকেয়া হাযদার ।

XS
SM
MD
LG