অ্যাকসেসিবিলিটি লিংক

‘জার্নি ইন্টু আমেরিকা’, একটি প্রামান্য ভিডিও চিত্র


‘জার্নি ইন্টু আমেরিকা’, একটি প্রামান্য ভিডিও চিত্র
‘জার্নি ইন্টু আমেরিকা’, একটি প্রামান্য ভিডিও চিত্র

আমেরিকায় এখন প্রায় ৭০ লক্ষ মুসলমানের বাস। তবে আমেরিকার অনেকেই ইসলামের সঙ্গে ওসামা বিন লাদেনের মতো উগ্রবাদীর সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করে থাকে। বিশেষ এই ধর্ম সম্প্রদায় এবং এ সম্প্রদায়ের অন্তর্গত মানুষদের সম্পর্কে যে অনাস্থার মনোভাব রয়েছে অনেকের মনে, তা দূর করতেই বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাতের উদ্দেশে, আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসার আকবর আহমেদ এবং নবীন বয়সী কজন অনুসন্ধানী-গবেষকের একটি দল আমেরিকার ৭৫টিরও বেশি শহর-নগর সফর করেছেন। তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন এবং তারই ভিত্তিতে একটি প্রামান্য ভিডিও চিত্র তৈরি করেছেন। নাম দিয়েছেন – ‘জার্নি ইন্টু আমেরিকা’।

XS
SM
MD
LG