অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের শেয়ার বাজারে বিপর্যয়


বাংলাদেশের শেয়ার বাজারে বিপর্যয়
বাংলাদেশের শেয়ার বাজারে বিপর্যয়

বাংলাদেশে শেয়ার বাজারে বিপুল পরিমানে শেয়ারের দাম পতনের পর দশ দিনের মধ্যে চতুর্থ বার ব্যাবসা বন্ধ করে দেওয়া হলে বাংলাদেশী বিনিয়োগকারিরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেন।
শেয়ার বাজার আজ খোলার পর পরই দাম পতন হয় আট শতাংসেরও বেশি।
বিক্ষোভকারিরা স্টক এক্সচেঞ্জের সামনে সমবেত হয়, ওদিকে পুলিশ জনতা নিয়ন্ত্রন করতে শুরু করে।
শেয়ার বাজারে একটি নিয়ন্ত্রক আছে, শেয়ারের দাম ২২৫ পয়েন্ট কমে গেলেই বাজার বন্ধ করে দেওয়া হয়। আজ শেয়ার বাজার বন্ধ করে দেওয়ার আগে মুল্য পতন হয়েছে প্রায় ৬ শো পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সাম্প্রতিক মাসগুলোতে লক্ষ লক্ষ ছোট বিনিয়োগকারিকে আকৃষ্ট করেছে, বহু বিনিয়োগকারি শেয়ার কেনার জন্যে ঋন পর্যন্ত নিয়েছেন।

শেয়ার বাজারে মূল্য ২০১০ সালে ৮০ শতাংশ পর্যন্ত উঠেছিল, কিনতু গত ডিসেমবর থেকে এ পর্যন্ত ২৯ শতাংশ পর্যন্ত কমে গেছে।

এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

XS
SM
MD
LG