অ্যাকসেসিবিলিটি লিংক

সক্রিয়বাদীদের আশঙ্কা সিরিয়া যেন সোমালিয়ায় পরিণত হচ্ছে


সিরিয়ার সক্রিয়বাদীরা বলছে যে জাতি সংঘের পর্যবেক্ষেক মিশনের প্রধান বুধবার জানিয়েছেন যে যুদ্ধ বিক্ষুব্ধ দেশ ছেড়ে না যাওয়ার জন্য তারা প্রতিজ্ঞা বদ্ধ। আর এর পরপরই সিরিয়াব্যাপী ৫৩ জনকে হত্যা করা হয়েছে।

বৃটেন ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান ভয়েস অব আমেরিকাকে টেলিফোনে জা্নান যে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন সিরিয়ার পরিস্থিতি এমন হয়েছে তাতে বলা চলে দেশটি এখন সোমালিয়া বা আফগানিস্থানে পরিণত হচ্ছে।

অবজার্ভেটরি দলটি সিরিয়ার বিদ্রোহী ও সক্রিয়বাদী সহ সরকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংগে নেটওয়ার্কের মধ্যমে তাদের যোগাযোগ বজায় রাখছে। বুধবার ২৯ জন সিরিয়ান সেনা, একজন সামরিক বাহিনীর দলছুট সেনা এবং ২৪ জন অসামরিক লোক নিহত হয়েছে।

সিরিয়ার সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে জাতিসংঘের পর্যবেক্ষেক মিশনের প্রধান বলেন সাধারণ জনগণের দূর্ভাগ বেড়েই চলেছে। তিনি বলেন

“আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছে তাতে এই মিশনে থাকার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোথাও যাচ্ছি না।”

মেজর জেনারেল রবার্ট মোড জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, গত কয়েক সপ্তাহে নিরস্ত্র শক্তিশালী তিনশ’ পর্যবেক্ষকদের লক্ষ্যকরে কয়েকবার আক্রমণ চালানো হয়েছে এবং জাতিসংঘের যানবাহনের ক্ষতি করেছে।

XS
SM
MD
LG