অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানের প্রেসিডেন্ট প্রতিবাদ-বিক্ষোভের মুখে শপথ গ্রহণ করলেন।


তাইওয়ানের প্রেসিডেন্ট “মা ইং জো” রোববার দ্বিতীয় মেয়াদির জন্য শপথ গ্রহণ করেন। আর ওদিকে একই সময়ে, তাঁর অর্থনৈতিক নীতির প্রতিবাদে রাজধানী তাইপের রাস্তায় হাজার হাজার প্রতিবাদকারী বিক্ষোভ করছে।


প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বলছে, তারা আশা করেছিল যে অন্তত এক লক্ষ প্রতিবাদকারী এই বিক্ষোভে অংশ নেবে। প্রেসিডেন্ট নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বাড়ানোসহ যুক্তরাষ্ট্র থেকে ওষুধ দিয়ে চিকিত্সা করা গরুর মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন সেই পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।

প্রেশিডেন্ট মা ২০০৮ সালে প্রথম নির্বাচিত হন। তাঁর প্রথম মেয়াদে চীনের সংগে কূটনৈতিক এবং বানিজ্য সম্পর্কের উন্নতির দিকেই বিশেষ নজর দেন।

১৯৪৯ সাল থেকে তাইওয়ান চীন থেকে আলাদা হলেও বেজিং তাইওয়ানকে তাদেই অংশ মনে করে।

XS
SM
MD
LG