অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো বিস্তৃত:পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি


জাতিসংঘের মহাসচিব , সাধারণ পরিষদের ৬৫ তম অধিবেশনে উদ্বোদনী ভাষণ দেন।
জাতিসংঘের মহাসচিব , সাধারণ পরিষদের ৬৫ তম অধিবেশনে উদ্বোদনী ভাষণ দেন।

২০০৫ সাল থেকে নিয়ে ২০১৫ সাল পর্যন্ত মিলেনিয়ামের যে সমস্ত লক্ষ্যমাত্রা বা এম ডি জি আছে বাংলাদেশ ইতিমধ্যে তার একটি পূরণ করতে পেরেছে সেটা হলো বাংলাদেশ শিশু মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমাতে পেরেছে । এই অর্জনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার গ্রহণ করলেন । বাংলাদেশের জন্য এর তাত্পর্য কতখানি বলে আপনি মনে করেন ? এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলগুলো, সে গুলো ঠিক করা হয়েছিল ২০০০ সালে । বিশ্বের ১৮৯টি । দেশের সরকার, রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা মিলে এটি নির্ধারণ করেছিলেন এবং তার যে ৮টি লক্ষ্য ছিল, এবং ১৯টি লক্ষ্যমাত্রা ছিল, সেগুলোর মধ্যে আমরা বেশ কয়েকটিতেই যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পেরেছি এবং প্রায় সবগুলোতেই আমরা প্রায় ঠিক পথেই আছি, উই আর অন ট্র্যাক’ ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো বিস্তৃত:পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো বিস্তৃত:পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভাল, এবং আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোও বিস্তৃত । আমরা তাদের কাছ থেকে বিনিয়োগ পেয়েছি এবং আরও অনেক বিনিয়োগ আশাকরি । এবং যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের শুল্কমুক্ত – কোটামুক্ত প্রবেশাধিকার আমরা চাই, সেগুলো তো আমরা চাই, তার বাইরেও এই যে সন্ত্রাস বিরোধী, জঙ্গীবাদ বিরোধী, যে কাজ আছে, সে কাজে পারস্পরিক সহযোগিতা আছে আমাদের দুই দেশের মধ্যে’।


XS
SM
MD
LG