অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সিরিয়ার জন্য তিনশ নিরস্ত্র পর্যবেক্ষক অনুমোদন করেছে


জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় তিনশ নিরস্ত্র পর্যবেক্ষক মোতায়েনের বিষয়টি অনুমোদন করেছে। সিরিয়ায় এক সপ্তাহ আগে অস্ত্র বিরতি চুক্তি সত্ত্বেও, সরকার ও বিরোধী বাহিনীর মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে।

নিরাপত্তা পরিষদ শনিবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে। পর্যবেক্ষক মিশনটিকে সেখানে প্রাথমিক ভাবে নব্বুই দিন থাকার অনুমতি দেওয়া হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন স্বাগত জানিয়েছেন এবং সেখানে খুব শিঘ্রী পর্যবেক্ষক মোতায়েনের পরিবেশ সৃষ্টির জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও অন্যান্য দলের প্রতি অনুরোধ জানান। একটি বিবৃতিতে তিনি বলেন সেখানে চ্যালেঞ্জগুলো হবে গুরুতর।

ভোটাভোটির পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবদূত সুজান রাইস সিরিয়াকে প্রতিশ্রুতি ভংগকারী এবং অসত্ বলে অভিযুক্ত করে বলেন শুধুমাত্র পর্যবেক্ষক মিশন দেশটির অশান্ত পরিস্থিতি বন্ধ করতে পারবে না।

XS
SM
MD
LG