অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী প্রধানমন্ত্রী ভাইস প্রেসিডেন্টকে কর্তৃপক্ষের হাতে তুলে দিতে বলেছেন


I
I

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি কুর্দি কর্তৃপক্ষকে বলেছেন যে তারা যেন ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমিকে তাদের কাছে হস্তান্তরিত করে। তাকে অন্যান্য সরকারী কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে খোঁজা হচ্ছে।

মি: মালিকি বুধবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে এই অনুরাধ করেন। তিনি বলেন হাশেমিকে বিচারের সম্মুখীন হতে হবে।

সুন্নী নেতা হাশেমি, শিয়া নেতৃত্বাধীন সরকারের এই সব অভিযোগ অস্বীকার করেছেন এই বলে যে এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র বলছেন যে হাশেমির তিন জন দেহরক্ষী স্বীকার করে যে তারা হাশেমির সমর্থনে ইরাকের সরকারী ও নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে বোমা পাতার কথা স্বীকার করেছে।

এই ষড়যন্ত্রের অভিযোগ এবং গত সপ্তাহে মিঃ মালিকি একজন শীর্ষ স্থানীয় সুন্নী রাজনীতিকের বিরুদ্ধে সংসদে যে অনাস্থা প্রস্তাবের আহ্বান জানিয়েছেন , তার ফলে ইরাকে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

গতকালই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকী নেতাদের তাদের রাজনৈতিক মতানৈক্য মিটিয়ে ফেলার আহ্বান জানান।

XS
SM
MD
LG