অ্যাকসেসিবিলিটি লিংক

মিশিগানে বাংলা ভাষায় ব্যালট পত্র প্রকাশ করা হবে


এহসান তাকবিম
এহসান তাকবিম

আজ ২১ শে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী আজ ২১ ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বাঙ্গালি সম্প্রদায়ের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ কারণ এখন থেকে মিশিগানে বাংলা ভাষায় ব্যালট পত্র প্রকাশ করা হবে।

মিশিগানের বাংলাদেশ আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা ব্যাপাক এর উদ্যোগে সাফল্যের সঙ্গে এক প্রচেষ্টা চালানো হয় যাতে সেখানে বাংলা ভাষায় ব্যালট পত্র প্রকাশ করা হয়। আমেরিকায় এই প্রথম বাংলায় ব্যালট হচ্ছে।

বাংলাদেশ আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারপারসেন হচ্ছেন এহসান তাকবিম। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেন কিভাবে তারা উদ্যোগ নিলেন, অনুপ্রাণিত হলেন।

এহসান তাকবিম বলেন শুধু মিশিগানের বাঙ্গালি সমাজের জন্য নয়, সব বাঙ্গালিদের জন্যই এটা একটা গৌরবের বিষয়ে।

তিনি বলেন নভেম্বারের ২৮ তারিখে যখন মিশিগানে প্রাথমিক নির্বাচন হবে তখন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে।

XS
SM
MD
LG