অ্যাকসেসিবিলিটি লিংক

তারা ভরা রাতে, আকাশের নিচে, আমরা দুটি প্রাণী


তারা ভরা রাতে, আকাশের নিচে, আমরা দুটি প্রাণী
তারা ভরা রাতে, আকাশের নিচে, আমরা দুটি প্রাণী

মনে পড়ে...

তারা ভরা রাতে, আকাশের নিচে,

আমরা দুটি প্রাণী,

তোমার হাতে ছিল গিটার

গলায় ছিল গান।

তারপর এসে গেল যুদ্ধ,

তুমি হাতে তুলে নিলে রাইফেল...।

সত্তরের দশকের গোড়ার দিকে সুইডেনের চার তুখোড় শিল্পী মিলে গঠন করলেন সুপরিচিত ব্যান্ড ABBA। ১৯৭৪ সালে Waterloo গানটি গেয়ে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার শিরোপা জয় দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাদের খ্যাতি। পপ সংগীতের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দলগুলোর মধ্যে ABBA একটি। তাদের গান এখনো বেজে চলেছে দোকানে, পার্টিতে, টিভি, রেডিও-তে, প্রেমিক-প্রেমিকার একান্ত মুহূর্তে...।

XS
SM
MD
LG