অ্যাকসেসিবিলিটি লিংক

তিরিশ বছর পর শাটল কর্মসুচীর অবসান


তিরিশ বছর পর শাটল কর্মসুচীর অবসান
তিরিশ বছর পর শাটল কর্মসুচীর অবসান

আপনারা জানেন বৃহষ্পতিবার থেকে যুক্তরাষ্ট্র মহাকাশ সংস্থার এক গুরুত্বপূর্ণ কর্মসুচীর শেষ হলো । শাটল অভিযান শেষ হলো, শাটল এ্যাটলান্টিসের পৃথিবী স্পর্শের মাঝে।

শাটল অভিযান কর্মসুচীর সমাপ্তি নিয়ে রোকেয়া হায়দার কথা বলেছেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র মহাকাশ সংস্থার গবেষক ডঃ সঙ্ঘমিত্রা দত্তর সঙ্গে ।

ডঃ দত্ত জানালেন কেন এই তিরিশ বছরের কর্মসূচীর পালা শেষ করলো যুক্তরাষ্ট্র মহাকাশ সংস্থা এবং ভবিষ্যত পরিকল্পনাটা কি । তিনি বলেন, ‘এ প্রসঙ্গে কয়েকটা কথা বলা যেতে পারে, এক হচ্ছে যে, শাটল যখন শুরু হয়েছিল, এই দেশে এ্যাস্ট্রনটদের পরিবহন করার জন্য, তখন যতগুলি যন্ত্র তৈরী করা হয়েছিল, যা বহুবার অভিযানে গেছে ।

কিন্তু এত বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, আমাদের দুবার এ্যাক্সিডেন্ট হয়েছে, ফলে আমাদের স্পেস শাটলের সংখ্যা কমে এসেছে । এবং এই যন্ত্রগুলির বয়স বেড়ে যাচ্ছিল । সময় চলে যাচ্ছে । তাতে একটু ঝুঁকি বেড়ে গিয়েছিল’।

XS
SM
MD
LG