অ্যাকসেসিবিলিটি লিংক

অপর্যাপ্ত সমন্বয়ের কারণে পাকিস্তানে আক্রমণ: যুক্তরাষ্ট্র


অপর্যাপ্ত সমন্বয়ের কারণে পাকিস্তানে আক্রমণ: যুক্তরাষ্ট্র
অপর্যাপ্ত সমন্বয়ের কারণে পাকিস্তানে আক্রমণ: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলছে যে পাকিস্তানি এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে অপর্যাপ্ত সমন্বয়ের কারণে গত মাসে জোট বাহিনীর আক্রমণে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ভুল করে ২৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়।

যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক সামরিক তদন্তে দেখা গেছে যে দুটি দেশের অস্বচ্ছ সীমান্ত এলাকায়, পাকিস্তানি সৈন্যদের গুলির জবাবে যুক্তরাষ্ট্রের বাহিনী আত্মরক্ষার্থে যথার্থ শক্তি নিয়ে ঐ ব্যবস্থা নিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে ভুল মানচিত্র বিনিময়ের কারণে পাকিস্তানের সীমান্ত চৌকির অবস্থান সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়।

তবে তদন্তে দেখা গেছে যে পাকিস্তানের সামরিক বাহিনীকে ভুল তথ্য দেওয়া কিংবা তাদেরকে লক্ষ বস্তুতে পরিণত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাহিনীর কোন রকম উদ্দেশ্যমূলক প্রচেষ্টা ছিল না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ঐ ঘটনার জন্যে গভীর দুঃখ এবং আন্তরিক শোক প্রকাশ করেছে তবে ক্ষমা প্রকাশের জন্যে পাকিস্তানের দাবি মানেনি।

২৬শে নভেম্বরের ঐ আক্রমণ যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যে এর আগেকার ক্ষতিগ্রস্ত সম্পর্কের আরও অবনতি ঘটায়।

XS
SM
MD
LG