অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের চাকরি বাজারের অবস্থার সামান্য উন্নতি


Chinese women look at a 3D painting of a dragon at Qianmen Street, a popular tourist spot in Beijing, China, August 11, 2013.
Chinese women look at a 3D painting of a dragon at Qianmen Street, a popular tourist spot in Beijing, China, August 11, 2013.

গত সপ্তায় যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে উন্নতি লক্ষ্য করা গেছে কারণ গত তিন বছরের মধ্যে এই প্রথম বেকার ভাতা দাবি করার লোকের সংখ্যা গত সপ্তায় সব চেয়ে কম ছিল।

শ্রম দপ্তরের আজকের রিপোর্টে বলা হয়েছে যে বেকারের সংখ্যা চার হাজার কমে গিয়ে এখন গোটা দেশে দাড়িয়েছে তিন লক্ষ চৌষট্টি হাজার ।

এই উন্নত চাকরির বাজারের কারণে , ভোক্তাদের আস্থা সম্ভবত বৃদ্ধি পাবে এবং ক্রেতাদের চাহিদা ও বাড়বে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৭০ শতাংশ অবদান রাখে।

পৃথক আরেকটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি জুলাই , অগাস্ট ও সেপ্টেম্বরের তুলনায় ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে। তবে সরকারী বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্রের মোট অভ্যন্তরীণ উৎপাদন , এই তিন মাসে বার্ষিক ১.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

XS
SM
MD
LG