অ্যাকসেসিবিলিটি লিংক

বাহরেইন আট শিয়া সক্রিয় কর্মীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে


বাহরেইন আট শিয়া সক্রিয় কর্মীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে
বাহরেইন আট শিয়া সক্রিয় কর্মীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে

বাহরেইনে এক বিশেষ আদালত, ৮ জন বিশিষ্ট শিয়া সক্রিয়কর্মীকে বুধবার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। এ বছরের গোড়ার দিকে বাহরেইনে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভের পর তারা সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিলো বলে তাদের বিরুদ্ধে অভিযোগ।

সর্বমোট ২১ জনের বিচার হয়। বুধবার যাদের দন্ড দেওয়া হয়, তাদের মধ্যে আছেন শিয়া রাজনৈতিক নেতা হাসান মুশাইমা। তাকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। সংস্কারপন্থী নেতা ইব্রাহিম শরিফকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

সুন্নি শাসিত ওই দেশে শত শত প্রধানত শিয়া প্রতিবাদকারীদের গ্রেপ্তার করা হয়। বিশেষ আদালতে বিপুল সংখ্যক মানুষের বিচার হয়। আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো বিচারগুলোর সমালোচনা করে এবং বলে যে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।

প্রেসিডেন্ট ওবামার ভাষণটি সরাসরি দেখুন এই লিংকগুলোর যে কোন একটিতে গিয়ে :

http://www.voanews.com/wm/live/special-events/President-Obama-Afghanistan-Speech-live-a.asx

http://www.voanews.com/wm/live/special-events/President-Obama-Afghanistan-Speech-live-vb.asx


http://www.voanews.com/wm/live/special-events/President-Obama-Afghanistan-Speech-live-v.asx
XS
SM
MD
LG