অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে অবরুদ্ধ কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রদূতরা নিরাপদ স্থানন্তরনে সক্ষম হন


ইয়েমেনে অবরুদ্ধ কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রদূতরা নিরাপদ স্থানন্তরনে সক্ষম হন
ইয়েমেনে অবরুদ্ধ কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রদূতরা নিরাপদ স্থানন্তরনে সক্ষম হন

প্রত্যক্ষদর্শীরা বলেছে ইয়েমেনে যুক্তরাষ্ট্র, ব্রিটেইন এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রদূত যারা এক কূটনৈতিক মিশনে আটকা পড়েছিলেন তাদের হেলিকপটারের সাহায্যে উদ্ধার করা হয়েছে। ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আব্দুল্লা সালের অনুগত স্বসশ্ত্র বাহিনী রাজধানী সানায় ওই কূটনৈতিক মিশন অবরোধ করে ছিল।

প্রেসিডেন্ট সালের অনুগত স্বসশ্ত্র বাহিনী রবিবার কূটনৈতিক মিশন অবরোধ করে। তারা সংযুক্ত আরব আমিরাতের দুতাবাসের কাছে রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করে। সেখানে রাষ্ট্রদুতরা পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যস্থতায় যে চুক্তি হয় তা নিয়ে আলোচনা করছিলেন। ওই চুক্তির অধীনে প্রেসিডেন্টকে এক মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হতো।

তবে মনে হচ্ছে ইয়েমেনের প্রেসিডেন্ট পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যস্থতায় যে চুক্তি হয় তা সাক্ষর করা থেকে আবারও পিছপা হচ্ছেন।

রবিবার প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বলেন তিনি ওই চুক্তি সাক্ষরে আগ্রহী নন যে চুক্তি রুদ্ধদ্বার কক্ষে প্রনিত হয়।

প্রেসিডেন্ট সালের যখন চুক্তি সাক্ষর করার কথা ছিল তার বেশ কয়েক ঘন্টা আগে তিনি ওই বিবৃতি দেন।

ইয়েমেনি নেতার আপত্তির কারণে দুবার চুক্তি সাক্ষরের পরিকল্পনা বিলম্বিত হয়।

ইয়েমেনের বিরোধীরা শনিবার চুক্তি সাক্ষর করেন এই ধারণায় যে প্রেসিডেন্ট রবিবার চুক্তি সাক্ষর করবেন।

রবিবার হাজার হাজার ইয়েমেনি রাজধানী সানায় শহর কেন্দ্রের চত্বরে সমবেত হয়।

একই সময় মি সালের সমর্থকরা রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করে চুক্তির বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য।

XS
SM
MD
LG