অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের রাজধানীতে শনিবার তুমুল লড়াই শুরু হয়


ইয়েমেনের রাজধানীতে শনিবার তুমুল লড়াই শুরু হয়
ইয়েমেনের রাজধানীতে শনিবার তুমুল লড়াই শুরু হয়

ইয়েমেনের রাজধানী সানায় শনিবার তুমুল লড়াই শুরু হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মতাদর্শ বিরোধীদের ওপর সরকারের দমন অভিযানের নিন্দা করে প্রস্তাব গ্রহণের ১ দিন পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বাহিনী যে সব এলাকায়, বিরোধী উপজাতি নেতা শেখ সাদেক আল আহমারের পরিবারের সদস্যদের বাড়ীঘর রয়েচে সেখানে তল্লাশী অভিযান চালায় । তারা জানান, অনেক জায়গায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় ।

সানার আর এক স্থানে, সরকারী বাহিনীর সঙ্গে আলী মহসিন আল আহমারের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। তিনি ইয়েমেনী জেনারেল এবং বিরোধীদের সঙ্গে এখন যোগ দিয়েছেন ।

এ বছরের গোড়ার দিকে প্রেসিডেন্ট আলী আবদুল্লা সালের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হওয়ার পর, শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই প্রথম এক প্রস্তাব গ্রহন করলো।

XS
SM
MD
LG