অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ৩ কোটিরও বেশী শিশু দারিদ্র সীমার নীচে


বাংলাদেশে ৩ কোটিরও বেশী শিশু দারিদ্র সীমার নীচে
বাংলাদেশে ৩ কোটিরও বেশী শিশু দারিদ্র সীমার নীচে

বাংলাদেশে ৩ কোটিরও বেশী শিশু দারিদ্র সীমার নীচে
বাংলাদেশে ৩ কোটিরও বেশী শিশু দারিদ্র সীমার নীচে

জাতিসংঘের শিশু তহবিল বা Unicef জানিয়েছে বাংলাদেশে ৩ কোটিরও বেশী শিশু দারিদ্র সীমার নীচে বাস করছে। বাংলাদেশের ১৬ কোটি জনসংখ্যার ৪৫ ভাগই শিশু।

জাতিসংঘের কৃষি এবং খাদ্য সংস্থা FAO জানিয়েছে খাদ্য মূল্য বৃদ্ধির কারনে ৪০ লাখ মানুষ নতুন করে হুমকীর মুখে পড়েছে। FAO-র এক রিপোর্টে বলা হয়েছে একজন মানুষের প্রতিদিন ২১২২ ক্যালোরির মত প্রয়োজন অথচ বাংলাদেশের সাড়ে ছয় কোটি মানুষ নুন্যতম ক্যালোরিও পায়না।

এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরূ।

XS
SM
MD
LG