অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় ড্রোন হামলা অভিযান চালানো হয়


A boy stands as the faithful attend prayers for the Muslim Eid al-Fitr holiday, which marks the end of the fasting month of Ramadan, in Palermo, Italy, August 8, 2013. 
A boy stands as the faithful attend prayers for the Muslim Eid al-Fitr holiday, which marks the end of the fasting month of Ramadan, in Palermo, Italy, August 8, 2013. 

যুক্তরাষ্ট্র বলেছে, সে লিবিয়ায় প্রথমবারের মত মানুষবিহীন ড্রোন হামলা অভিযান চালিয়েছে। ওদিকে বিদ্রোহীরা সরকার-সমর্থক বাহিনী তাদের ত্রিপোলীর কাছে, তাদের প্রধান ঘাঁটির ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে ।

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার এই ড্রোন বিমান হামলা চালানো হয়, তবে কোন জায়গায় তা করা হয়, কিছু বলা হয়নি । এই হামলা, লিবিয়ায় যেখানে বিদ্রোহীরা লড়াই করছে, সেই আকাশসীমায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা বলবত্ করার লক্ষ্যে নেটোর পরিচালিত অভিযানের এক অংশ।

মিসরাতা – যেখানে প্রচণ্ড কিছু লড়াই সংঘটিত হয়, সেখানে আজ বিদ্রোহীরা লিবিয়ার নেতা মোয়ামার গাদ্দাফির অনুগত বাহিনীর ওপর সাফল্যের দাবী করেছে। শুক্রবার, লিবিয়ার কর্মকর্তারা বলেন, সামরিক বাহিনী ওই শহর ছেড়ে চলে যাবে এবং মিসরাতা ও তার চারপাশের এলাকার উপজাতি ও জনগনের হাতে তার ভবিষ্যত দায়িত্ব ছেড়ে দেবো ।

আজ এর আগে, নেটো বাহিনী ত্রিপোলীতে লিবিয়ার নেতার বাড়ির চত্বরের কাছাকাছি বোমা বর্ষণ করে। সাংবাদিকরা বলেন, এতে সামরিক স্থাপনার ওপর আঘাত হানা হয়। হতাহতের কোন খবর পাওয়া যায় নি ।

XS
SM
MD
LG