অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় পোশাক পড়তে বাধ্য করা যাবে না


বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় পোশাক পড়তে বাধ্য করা যাবে না
বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় পোশাক পড়তে বাধ্য করা যাবে না

সরকারি অথবা বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের বোরকা পরতে বাধ্য করা ও খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠানে বোরকা না পরার কারণে কোনো ছাত্রীকে নির্যাতন, হয়রানি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে তা সংশ্লিষ্ট শিক্ষকের অসদাচরণ বলে গণ্য হবে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কাজকর্মে অংশগ্রহণে বাধা দেওয়া যাবে না।

বুধবার বাংলাদেশের শিক্ষা সচিব স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ জারি করা হয়।

পরিপত্রে আরও বলা হয়, 'সরকারি-বেসরকারি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা হচ্ছে এবং তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কাজকর্মে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে মর্মে সম্প্রতি কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। ছাত্রীদের সুশিক্ষা ও মেধা বিকাশের জন্য ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কাজকর্মে অংশগ্রহণে বাধা দেওয়া কোনোক্রমেই কাম্য নয়। এই অবস্থায় বাংলাদেশ সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে এসব নির্দেশনা জারি করা হলো।' সরকারের এ নির্দেশনা ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদফতর ও শিক্ষা বোর্ড তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

XS
SM
MD
LG