অ্যাকসেসিবিলিটি লিংক

কর্নেল তাহেরের সামরিক বিচার কেন অবৈধ নয় :বাংলাদেশ হাইকোর্ট


বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কর্ণেল তাহের
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কর্ণেল তাহের

বাংলাদেশের হাইকোর্ট আজ সরকারকে এই মর্মে কারণ দর্শাতে বলেছে যে , যে সামরিক আইনের আওতায় লেফট্যানেন্ট কর্নেল আবু তাহেরকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল , তা কেন অবৈধ এবং অসাংবিধানিক বলে গণ্য করা হবে না।

মুক্তিযুদ্ধের সময়ে কর্ণেল তাহের
মুক্তিযুদ্ধের সময়ে কর্ণেল তাহের
লেফট্যানেন্ট কর্নেল আবু তাহের এবং আরো পনেরোজন , যাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিভিন্ন মেয়াদের কারাদন্ড দেওয়া হয়েছিল হাইকোর্ট বাংলাদেশ সরকারকে তাদের সকলের বিচারের নথিপত্র পেশ করতে বলেছে।

তাহেরের স্ত্রী লুৎফা তাহের , তাঁর ভাই আনোয়ার হোসেন এবং ১৯৭৬ সালের ১৭ই জুলাইয়ের গোপন বিচারে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ইউসুফ আলী খানের স্ত্রী ফাতেমা ইউসুফ , সম্মিলিত ভাবে রীট আবেদন করেছেন।

১৯৭১ সালের মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের গোপন বিচারের পর , তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেনেন্ট জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে তাকে ফাসিঁ দেওয়া হয়।

XS
SM
MD
LG