অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্ম যেন হয় মিলনের বাহন, বিভাজনের অস্ত্র নয় : ক্রিস্টিনা রোজারিও


ধর্ম যেন হয় মিলনের বাহন, বিভাজনের অস্ত্র নয় : ক্রিস্টিনা রোজারিও
ধর্ম যেন হয় মিলনের বাহন, বিভাজনের অস্ত্র নয় : ক্রিস্টিনা রোজারিও

ধর্ম যেন হয় মিলনের বাহন, বিভাজনের অস্ত্র নয় : ক্রিস্টিনা রোজারিও
ধর্ম যেন হয় মিলনের বাহন, বিভাজনের অস্ত্র নয় : ক্রিস্টিনা রোজারিও

ক্রিস্টিনা রোজারিও বাংলাদেশের একজন উন্নয়ন কর্মি যিনি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে তথ্য প্রযুক্তিতে লোক নিয়োগর কাজের সঙ্গে সম্পৃক্ত ।

বড় দিন উদযাপন সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে ক্রিস্টিনা বড় দিনের ধর্মীয় , নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলি তুলে ধরেন।

ঐ সাক্ষাত্কারে তিনি বলেন যে আনেকেই মনে করেন যে বড় দিন বোধ হয় কেক খাবার উত্সব কিন্তু একজন বাঙালি খ্রীষ্টান হিসেবে তাঁর খাদ্য তালিকায় গুরুত্ব পায় আবহমান বাংলার পিঠে ও। পারিবারিক ভাবে এই যুক্তরাষ্ট্রে ও বড় দিন পালনের সময়ে তাঁদের মেন্যুতে রয়েছে পিঠেও।

ক্রিস্টানা রোজারিও বলেন গীর্জার সঙ্গীতের ক্ষেত্রেও এখন বাংলা গানের প্রাধান্য লক্ষ্য করা যায়। ষাটের দশকে বাঙালির স্বকীয়তার আন্দোলনের স্পর্শ লেগেছে বাঙালি খ্রীষ্টানের জীবন চর্যায়। এখন ল্যাটিন ভাষায় কয়ের এর বদলে বাংলায় গাওয়া হয় গীর্জার গান।

তিনি বলেন যীশু খ্রীষ্টের মূল যে শিক্ষা , দুঃস্থ মানুষের , মানবতার সেবা করা , সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। ধর্ম যে কোন ভাবেই বিভাজনের অস্ত্র না হয় , হয় মিলনের বাহন।


XS
SM
MD
LG