অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ঋণ খেলাফি এড়ানোর লক্ষ্যে কংগ্রেসের নেতারা জরুরী আলোচনায় বসেছেন


যুক্তরাষ্ট্রের ঋণ খেলাফি এড়ানোর লক্ষ্যে কংগ্রেসের নেতারা জরুরী আলোচনায় বসেছেন
যুক্তরাষ্ট্রের ঋণ খেলাফি এড়ানোর লক্ষ্যে কংগ্রেসের নেতারা জরুরী আলোচনায় বসেছেন

যুক্তরাষ্ট্রের ঋণ খেলাফি এড়ানোর লক্ষ্যে কংগ্রেসের নেতারা জরুরী আলোচনায় বসেছেন। কংগ্রেস সুত্রে জানানো হয় আইন প্রনেতারা আশা করছেন, এশিয়ার শেয়ার বাজার খোলার আগে, রবিবার স্থানীয় সময় বিকেল ৪ টার মধ্যে তারা ঋণ লাভের মাত্রা বৃদ্ধির পরিকল্পনার বিষয়ে এগিয়েছেন তা দেখাতে পারবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার হোয়াইট হাউসে শীর্ষ আইন প্রনেতাদের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকের পর, কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের দায়িত্ব পালন করেন এবং সরকার যাতে ঋণ পরিশোধ করতে ব্যর্থ না হয় তা নিশ্চিত করার জন্য। তিনি বলেন "তারা কি ভাবে এই কাজ সম্পন্ন করবেন আমি আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আমি তার উত্তর পাবো। তারা তত্পর হবেন আমেরিকান জনগন সেটাই আশা করেন।"

হোয়াইট হাউস থেকে বলা হয় স্বল্প মেয়াদের জন্য ঋণ লাভের মাত্রা বৃদ্ধির বিষয়ে প্রেসিডেন্ট তার বিরোধীতা পুনরায় ব্যাক্ত করেছেন। তিনি বলেছেন তাতে দেশের ঋণ নেওয়ার রেটিং এর ক্ষতি হতে পারে।

কংগ্রেসে দুই শীর্ষ রিপাবলিকান, সেনেটের সংখ্যালঘু দলের নেতা মিচ ম্যাককনেল এবং প্রতিনিধি পরিষদের স্পিকার জন বেইনার এর জবাবে বলেন কংগ্রেসের নেতৃবৃন্দ দ্বীদলীয় সমাধান অর্জনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যা ব্যয় হ্রাস করবে এবং ঋণ খেলাফি এড়াবে।

XS
SM
MD
LG