অ্যাকসেসিবিলিটি লিংক

এবারের হ্যালো ওয়াশিংটনের বিষয় : লিবিয়ার সর্বশেষ পরিস্থিতি – যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স নেটো লিবিয়ায় কি চায়


এবারের হ্যালো ওয়াশিংটনের বিষয় : লিবিয়ার সর্বশেষ পরিস্থিতি – যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স নেটো লিবিয়ায় কি চায়
এবারের হ্যালো ওয়াশিংটনের বিষয় : লিবিয়ার সর্বশেষ পরিস্থিতি – যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স নেটো লিবিয়ায় কি চায়

লিবিয়ায় পশ্চিমি বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়ে শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করেছেন। প্রশ্ন উঠেছে বৃহৎ শক্তিধর দেশগুলো ইরাকে মারণাস্ত্রের সন্ধানে, সে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ধ্বংস লীলা চালিয়েছে । এখনও তার বিপর্য় কাটেনি । এখন সামান্য বিদ্রোহী গোষ্ঠিকে সাহায্যের নামে লিবিয়ায় হামলা চালিয়ে সে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে । এর লক্ষ্য কি তেল সম্পদ কুক্ষিগত করা । হ্যালো ওয়াশিংটনের এই আলোচনায় প্রশ্ন উঠেছে যে ইরাক ও আফগানিস্তানে দুটি যুদ্ধের মাঝে লিবিয়ায় গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে সামরিক ব্যবস্থা গ্রহণ কতটা যুক্তিসঙ্গত। আলোচনায় লিবিয়ায় কর্মরত আটকে পড়া শ্রমিক প্রসঙ্গ ও এসছে তাদের পরিবারকে সাহায্যের জন্য বিশেষ করে বাংলাদেশ সরকার কি করছেন , সে জিজ্ঞাসা ও প্রধান হয়ে দেখা দিয়েছে।

আর এ ধরণের সব প্রশ্নের জবাব দিয়েছেন মিশরে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত, লিবিয়ায় হেড অফ চান্সারী রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক রাষ্ট্রদূত মোহাম্মদ জামির এবং ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডঃ বাকের আহমেদ সিদ্দিকী ।

XS
SM
MD
LG