অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ুর কারণে ঝুকিপূর্ণ দেশগুলোর প্রতি সহায়তা প্রদানে ধনী দেশগুলোর প্রতি শেখ হাসিনার আহ্বান


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু বিষয়ে ঐ সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিচ্ছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু বিষয়ে ঐ সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ঝুঁকিপ্রবণ দেশগুলোকে সাহায্য এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা লাঘবে অধিকমাত্রায় গ্রীনহাউজ গ্যাস নিঃস্বরণকারী ও উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমষ্টিগতভাবে কিন্তু ভিন্নতর দায়িত্ববোধ এবং সক্ষমতা দিয়ে মোকাবেলা করা প্রয়োজন। কারণ, ধনী দেশসমূহ সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্যাস নির্গমণ করছে। তাদেরকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে জোরালোভাবে এগিয়ে আসা প্রয়োজন।’

আজ স্থানীয় এক হোটেলে কমিউিনিটি বেজড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ শীর্ষক সপ্তাহব্যাপী এক আর্ন্তজাতিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের প্রায় ৩শ প্রতিনিধি অংশ নিয়েছে।

XS
SM
MD
LG