অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান বিষয়ক আলোচনায় বিশ্ব শক্তিবর্গ প্রস্তাব দিচ্ছে



ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও বিশ্বের ৬টি প্রধান শক্তিধর দেশের মধ্যে বুধবার আলোচনা বৈঠক শুরু হয়েছে। আন্তর্জাতিক সমাজের উদ্বেগ যে ইরান তাদের পরামাণু কর্মসূচী সম্ভাবত সামরিক কাজে ব্যবহার করবে, আর তা নিরসনের লক্ষ্যে তারা একটি প্রস্তাব দেবেন।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র বুধবার বলেন, ছয় জাতির ঐ প্রস্তাবে ইরানের ২০ শতাংশ পরিশোধিত ইউরেনিয়ামের বিষয়টি তুলে ধরবে।

ওদিকে ইরান বলছে তাদের এই কর্মসূচী চিকিতসা গবেষণা এবং বিদ্যুত তৈরীর কাজেই ব্যবহারের জন্য।


পশ্চিমা দেশগুলোর আশংকা যে ইরান যেকোন সময় ৯০ শতাংশ ইউরেনিয়াম পরিশোধণ করবে যা পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে।

XS
SM
MD
LG