অ্যাকসেসিবিলিটি লিংক

ইওরোপীয় ইউনিয়নের নেতৃবর্গ ব্রাসেলস শীর্ষ বৈঠকে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে মনোযোগ দেবেন


২৭জাতি ইওরোপীয় ইউনিয়নের নেতৃবর্গ, এই জোটের ঋণ সংকট সমাধানের লক্ষ্যে আজ ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন।

ই ইউএর প্রধান লক্ষ্য এখন কৃচ্ছসাধন থেকে প্রবৃদ্ধিবান্ধব নীতিমালায় পরিবর্তন হয়েছে। সমাজবাদী ফ্রাসোয়াঁ ওলান্দ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, গ্রীসে রাজনৈতিক অচলাবস্থা, যেখানে ভোটাররা যে সব রাজনৈতিক দল থোক অর্থ সাহায্যের বিনিময়ে কঠোর বাজেট ছাঁটাইএর বিষয়ে সম্মত হয়, তাদের নাকচ করে দিয়েছে তার ফলশ্রুতিতে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মিঃ ওলান্দের প্রভাব জার্মান চান্সেলার এঙ্গেলা মার্কেলের বিপরীত। তিনি ঋণ সংকট শুরু হওয়ার পর থেকে কৃচ্ছসাধনের অভিযান শুরু করেছেন।

শীর্ষ বৈঠকে নেতারা বর্তমানে ইওরোপের যে সব বড় বড় ব্যাংক সমস্যার সম্মুখীন যেমন স্পেনের ব্যাংকগুলো অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্থ, তাদের সাহায্যের বিষয়টি বিবেচনা করবেন।

XS
SM
MD
LG