অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনীরা জাতিসংঘে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দাবি করেছে, ইসরায়েল শান্তি আলোচনার ডাক দিয়েছে


ফিলিস্তিনীরা জাতিসংঘে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দাবি করেছে, ইসরায়েল শান্তি আলোচনার ডাক দিয়েছে
ফিলিস্তিনীরা জাতিসংঘে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দাবি করেছে, ইসরায়েল শান্তি আলোচনার ডাক দিয়েছে

ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাস জাতিসংঘকে ফিলিস্তিনী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তার বিরোধীতা করছে।

ফিলিস্তিনী কর্তৃপক্ষের প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার ভাষণ দেন।ভাষণ দেওয়ার আগে জাতিসংঘ অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতৃবৃন্দ উঠে দাঁড়িয়ে মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান।

প্রেসিডেন্ট আব্বাস তার ভাষণে ইসরায়েলকে “দখলদারী শক্তি” বলে উল্লেখ করেন। তিনি বলেন ফিলিস্তিনী এলাকা নিয়ন্ত্রনের ইসরায়েলী নীতি হচ্ছে “ঔপনিবেশিক এলাকায় দখলদারী”।

ইসরায়েল, ফিলিস্তিনীদের সার্বভৌম রাষ্ট্রের দাবির এই পদক্ষেপের বিরোধীতা করে। তারা বলছে এতে মধ্যপ্রাচ্য শান্তিতে অগ্রগতি হবে না।

ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু পরে তার ভাষণে প্রস্তাব দেন যে শান্তি আলোচনা জাতিসংঘেই শুরু হতে পারে যদি দুপক্ষই মতৈক্য অর্জনের বিষয়ে গুরুত্ব দেয়।

XS
SM
MD
LG