অ্যাকসেসিবিলিটি লিংক

বিভিন্ন দেশে গ্রামীন ব্যাংকের অনুকরণে প্রকল্প শুরু হয়েছে, এই মূহুর্তে ডঃ ইউনুসকে সরানোটা দুঃখজনক ব্যাপারঃ গ্রামীন আমেরিকার প্রধান মোহাম্মদ শাহনাওয়াজ


A Congolese girl, displaced by recent fighting in North Kivu, holds a doll at the child friendly space (CFS) within Mugunga III camp for the internally displaced people near Goma, eastern Democratic Republic of Congo.
A Congolese girl, displaced by recent fighting in North Kivu, holds a doll at the child friendly space (CFS) within Mugunga III camp for the internally displaced people near Goma, eastern Democratic Republic of Congo.

‘ডঃ ইউনুস গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা - বিভিন্ন দেশে এর অনুকরণে প্রকল্প শুরু হয়েছে, এই মূহুর্তে উনাকে সরানো এটা দুঃখজনক ব্যাপার’ – বললেন গ্রামীন আমেরিকার প্রধান মোহাম্মদ শাহনাওয়াজ ।


বাংলাদেশে গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোহাম্মদ ইউনুসের অবসরগ্রহণকে কেন্দ্র করে সমস্যার এখনও কোন সমাধান হয় নি। এখানে নিউইয়র্কে গ্রামীন আমেরিকার প্রধান কর্মকর্তা মোহাম্মদ শাহনাওয়াজ ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাত্কারে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর এবং দেশে বিদেশে ডঃ ইউনুসের সমর্থনে যে সভা-সমাবেশ, মানবন্ধন, আলোচনা, ইন্টারনেটে তথ্য বিনিময় চলছে, তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান বলেছেন - উনি আপনাদের দেশের এক গর্ব, যেখানে সবাই মিলে উনাকে উপরে তুলে ধরার, উনার কাছ থেকে আরও কিছু পাওয়ার দরকার, সেখানে উনাকে টেনে হেঁচড়ে নামানো হচ্ছে। পৃথিবীর আর কোন দেশেই এই কাহিনী নাই’।

XS
SM
MD
LG