অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থ সংকটের কারণে আই ও এম-এর কার্যক্রম এখন সীমিত


A Congolese girl, displaced by recent fighting in North Kivu, holds a doll at the child friendly space (CFS) within Mugunga III camp for the internally displaced people near Goma, eastern Democratic Republic of Congo.
A Congolese girl, displaced by recent fighting in North Kivu, holds a doll at the child friendly space (CFS) within Mugunga III camp for the internally displaced people near Goma, eastern Democratic Republic of Congo.

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম অর্থ সংকটের কারণে লিবিয়া থেকে যেসব শরণার্থী, তিউনিসিয়া ও মিশর সীমান্তে চলে গেছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে নিতে পারছেনা।

ঢাকায় আই ও এম কর্মকর্তারা বলছেন, তারা তাদের এই কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন দেশ এবং সংস্থার কাছে ওই দুই সীমান্তে আসা বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য আই ও এম ৫ কোটি ডলার চাইলেও, এখন পর্যন্ত পাওয়া গেছে সাড়ে তিন কোটি ডলারের মত।

XS
SM
MD
LG