অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্ব সঙ্গীতঃ জর্জ হ্যারিসনের “বাংলাদেশ”


আজকের বিশ্ব সঙ্গীতঃ জর্জ হ্যারিসনের “বাংলাদেশ”
আজকের বিশ্ব সঙ্গীতঃ জর্জ হ্যারিসনের “বাংলাদেশ”

আজকের বিশ্ব সঙ্গীতঃ জর্জ হ্যারিসনের “বাংলাদেশ”
আজকের বিশ্ব সঙ্গীতঃ জর্জ হ্যারিসনের “বাংলাদেশ”

১৯৭১ সালের অগাস্ট মাসের এক তারিখ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ৪০,০০০ মানুষ জড় হয়েছে। মুগ্ধ হয়ে তারা ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটল্‌সের সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসনের গান শুনছে। তাঁর সাথে আছেন ভারতের রবি শংকর।

সেইদিন এই গান গেয়ে জর্জ হ্যারিসন বাংলাদেশিদের মনে বিশেষ জায়গা করে নেন। আর এই অনুষ্ঠানের মাধ্যমে তারা সংগ্রহ করেন ২৪৩,৪১৮ ডলার ৫১ সেন্টস, যার সবটুকুই যুদ্ধে জর্জরিত বাংলাদেশের মানুষের জন্য পাঠানো হয়।

আজকের বিশ্ব সঙ্গীতঃ জর্জ হ্যারিসনের “বাংলাদেশ”
আজকের বিশ্ব সঙ্গীতঃ জর্জ হ্যারিসনের “বাংলাদেশ”

শুধু তাই না, এই গানের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরা হয়। যারা তখন একাত্তুরের যুদ্ধ সম্মন্ধে কিছুই জানতোনা, তারাও এই গানের কারনেই বাংলাদেশকে চেনে, ভালোবাসে, এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

তাই আজ, ২৫শে মার্চ, আপনাদের জন্য নিয়ে এসেছি সেই স্মৃতিজড়ানো গান – জর্জ হ্যারিসনের “বাংলাদেশ”।

XS
SM
MD
LG