অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোরসি এগিয়ে আছেন


মিশরে নির্বাচন কর্মকর্তারা দেশের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা করছেন, ওদিকে মুসলিম ব্রাদারহুড দল তাদের প্রার্থী এগিয়ে রয়েছেন বলে দাবী করছে।

প্রাথমিক ফলাফলে আভাষ পাওয়া যাচ্ছে যে, মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মোরসি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন ধর্ম নিরপেক্ষ আহমেদ শাফিক।

আগামী মাসে অর্থাত্ ১৬ ও ১৭ই জুন, ফিরতি নির্বাচন হবে।

বিমান বাহিনীর প্রাক্তন প্রধান আহমেদ শফিক এবং সমাজবাদী হামদীন সাবাহি, যিনি যুব কর্মসুচীতে উত্সাহী, তারা নির্বাচনী অভিযানের চূড়ান্ত পর্যায়ে প্রায় সমান অবস্থানে ছিলেন।

কায়রো এবং আলেকজান্দ্রিয়াসহ বড় বড় শহর থেকে এখনও ফলাফল পাওয়া যায়নি। আগামী সপ্তাহে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ব্রাদারহুডের সাফল্য সম্পর্কে কোন প্রশ্ন উঠবে না বলেই মনে হয়, কারণ এই সংগঠন ৮০ বছরের পুরানো এবং তৃণমুল পর্যায়ে এই দলের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে।

XS
SM
MD
LG