অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সঙ্গে বানিজ্য সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ জানায় পাকিস্তানিরা


ভারতের সঙ্গে বানিজ্য সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ জানায় পাকিস্তানিরা
ভারতের সঙ্গে বানিজ্য সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ জানায় পাকিস্তানিরা

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে শুক্রবার শত শত ইসলামপন্থী সক্রিয়কর্মী রাস্তায় বিক্ষোভ করে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দি রাষ্ট্র ভারতের সঙ্গে বানিজ্য বৃদ্ধির সরকারি পরিকল্পনার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়।

এ মাসের গোড়ার দিকে পাকিস্তানের মন্ত্রীপরিষদ একটি প্রস্তাব অনুমোদন করে যার অধীনে ভারত সবচাইতে সুবিধাভোগী দেশগুলোর মতো মর্যাদা পাবে। ওই মর্যাদা থাকলে শুল্ক আরোপ করা হয়না এবং সম স্তর থেকে সেই সব দেশ বানিজ্যে অংশ নিতে পারে।

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জামাত উদ দাওয়া, লাস্কারে তাইয়েবা এবং ইসলামপন্থী দল জামাত এ ইসলামীর সদস্যরা, মুজাফ্ফারাবাদে সমাবেশে মিলিত হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে মুজাফ্ফারাবাদই প্রধান শহর।

বিক্ষোভকারীরা পাকিস্তান সরকার ও ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়।

XS
SM
MD
LG