অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অন্তত ১৪জন নিহত, আরব লিগের উড়ান্ত সময়সীমা উত্তীর্ণ


সিরিয়ায় অন্তত ১৪জন নিহত, আরব লিগের উড়ান্ত সময়সীমা উত্তীর্ণ
সিরিয়ায় অন্তত ১৪জন নিহত, আরব লিগের উড়ান্ত সময়সীমা উত্তীর্ণ

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী আবার গোলাবর্ষণ শুরু করেছে। সক্রিয় কর্মীরা বলেছে শুক্রবার হোম্সে নিরাপত্তাবাহিনী আবার হামলা চালায়। সিরিয়ান অবসারভেটরি ফর হিউমান রাইটস ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে নিরাপত্তা বাহিনী অন্তত ৮ জনকে হত্যা করেছে।

সিরিয়াকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেশে ঢুকতে দেওয়ার অনুমোদন দিতে হবে আর তা না হলে তাদের আরও শাস্তি ভোগ করতে হবে, আরব লিগের এই পরিকল্পনার জবাব দেওয়ার চুড়ান্ত সময়সীমা শুক্রবার দুপুরে পার হয়ে গেছে।

তারা ওই পরিকল্পনা গ্রহণ করেছে কিনা সে সম্পর্কে দামেস্ক কোন মন্তব্য করেনি। সিরিয়া যদি আরব লিগের সঙ্গে সহযোগিতা না করে তহলে তারা আরও নিষেধ্জ্ঞার সম্মুখিন হতে পারে।

মতবিরোধীদের বিরুদ্ধে সিরিয়ার সরকারের মারাত্বক দমন অভিযান এবং অস্থিতিশীলতা অবসানের লক্ষ্যে লিগের পরিকল্পনা কার্যকর করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যর্থতার কারণে, দু সপ্তাহ আগে আরব লিগ সিরিয়ার সদস্যত্ব সাময়িক ভাবে বাতিল করে দেয়।

XS
SM
MD
LG