অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র জরুরী মানবিক সাহায্য বাবদ, শীঘ্রই ১শো ৫০ কোটি ডলার সে দেশের বিরোধী পরিষদের হাতে তুলে দেবে


যুক্তরাষ্ট্র জরুরী মানবিক সাহায্য বাবদ, শীঘ্রই ১শো ৫০ কোটি ডলার সে দেশের বিরোধী পরিষদের হাতে তুলে দেবে
যুক্তরাষ্ট্র জরুরী মানবিক সাহায্য বাবদ, শীঘ্রই ১শো ৫০ কোটি ডলার সে দেশের বিরোধী পরিষদের হাতে তুলে দেবে

শুক্রবার আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিরা ইথিওপিয়ায় বৈঠকে মিলিত হচ্ছেন । তারা লিবিয়ার বিরোধী কোয়ালিশন জোটকে সে দেশের নতুন সরকার হিসেবে স্বীকৃতি দেবেন কি না সে বিষয়ে আলোচনা করছেন ।

৫০ সদস্যের বেশী এই জোট বিরোধী ট্রান্সিশনাল ন্যাশনাল কাউন্সিল টি এন সিকে স্বীকৃতি দিতে অস্বীকার করে । তবে এ ইউ কমিশনের চেয়ারম্যান জিন পিং আজ বলেন যে, লিবিয়ার ঘটনাবলী গত কয়েকদিনে এক সিদ্ধান্তসূচক পর্যায়ে পৌঁছেছে । তিনি উল্লেখ করেন যে টি এন সি ত্রিপোলী প্রবেশ করেছে এবং সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ।

ওদিকে টি এন সির নেতা মাহমুদ জিবরিল বলেন, একমাত্র উপায়ে তার গ্রুপ সফল হতে পারে যদি আন্তর্জাতিক সম্প্রদায় মোয়ামার গাদ্দাফির শাসনামলে বন্ধ করে রাখা সব সহায়সম্পদ এখন মুক্ত করে দেয় ।

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বার্ণার্ড ভ্যালেরো বলেছেন, তার দেশ চায় যে মিঃ গাদ্দাফির সম্পদ লিবিয়ার জনগনের মধ্যে পুনরবন্টন করা হোক । ফ্রান্স সর্বপ্রথম টি এন সিকে স্বীকৃতি দিয়েছে । যুক্তরাষ্ট্র বৃহষ্পতিবার বলেছে যে, তারা জরুরী মানবিক সাহায্য বাবদ, শীঘ্রই ১শো ৫০ কোটি ডলার সে দেশের বিরোধী পরিষদের হাতে তুলে দেবে ।

XS
SM
MD
LG